রিপোর্ট- কামরুল ইসলাম, টেকনাফ
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৪২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার ভোররাতে টেকনাফ সদর উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনক একটি নোয়াহ্ ভক্সি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায় কোস্ট গার্ড সদস্যরা।
তল্লাশির সময় মাইক্রোবাসের বনেটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ৪২ হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। এ সময় গাড়িচালকসহ এক মাদক পাচারকারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, মাদক কারবারিরা নিয়মিত নতুন পদ্ধতি অবলম্বন করে ইয়াবা পাচারের চেষ্টা করলেও দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকচক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোল্লা ফারুক হাসান ।। নির্বাহী সম্পাদক: মোঃ মাসুদ সরদার।। ই-মেইল : mollafaruk166@gmail.com ।। +88 01766777166
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫