মস্ত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ আজ ভোর ৫টায় থানা এলাকার কান্দারপাড় (বায়েক ইউনিয়ন) থেকে ১১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীদ্বয় কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে আইন অনুযায়ী জব্দ করা হয়েছে।
পলাতক আসামীদ্বয়: ইলেন মিয়া (২৫), পিতা-মৃত হেবজু মিয়া, বায়েক দক্ষিন পাড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। কামরুল (২৭), পিতা-মোঃ জামাল মিয়া, কোল্লাপাথর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
এই ঘটনার সংক্রান্তে কসবা থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোল্লা ফারুক হাসান ।। নির্বাহী সম্পাদক: মোঃ মাসুদ সরদার।। ই-মেইল : mollafaruk166@gmail.com ।। +88 01766777166
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫