সময়ের প্রবাহ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করে রাখা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লেগে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে মিনিবাসটি সেখানে পার্ক করে রেখে যান চালক। ভোরে স্থানীয়রা বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে মিনিবাসের সিট, জানালার কাচসহ ভেতরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পার্ক করা বাসে আগুন লেগে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোল্লা ফারুক হাসান ।। নির্বাহী সম্পাদক: মোঃ মাসুদ সরদার।। ই-মেইল : mollafaruk166@gmail.com ।। +88 01766777166
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫