কামরুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ার পানবাজার এলাকায় ৮ এপিবিএন-এর বিশেষ চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। অভিযানে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে এপিবিএন সদস্যরা।
এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে নিয়মিত টহল, নজরদারি ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে পানবাজার পুলিশ ক্যাম্পের একটি টিম সন্দেহজনকভাবে চলাফেরা করা এক ব্যক্তিকে থামার নির্দেশ দেয়। পরে তাকে তল্লাশি করে তার ব্যাগ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির পরিচয়, তার বিরুদ্ধে থাকা অভিযোগ এবং পাচারচক্রের সঙ্গে সম্ভাব্য সম্পৃক্ততা যাচাই করতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৮ এপিবিএন কর্তৃপক্ষ জানায়, সীমান্তঘেঁষা উখিয়া এলাকায় মাদক প্রবেশ রোধে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোল্লা ফারুক হাসান ।। নির্বাহী সম্পাদক: মোঃ মাসুদ সরদার।। ই-মেইল : mollafaruk166@gmail.com ।। +88 01766777166
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫