সময়ের প্রবাহ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির চার নেতা ধানের শীষের মনোনয়ন পাওয়ার জন্য মাঠে রয়েছেন। তারা হলেন: জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
প্রার্থী প্রত্যাশীরা দলীয় কার্যক্রম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠে কাজ করছেন। তৃণমূল নেতাকর্মীরাও নিজেদের প্রার্থীর পক্ষে মনোনয়নের আশা প্রকাশ করছেন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে অতীত নির্বাচনে আওয়ামী লীগ সাতবার, বিএনপি তিনবার ও জাতীয় পার্টি দুইবার জিতেছে। তাই এই আসন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
২৭ অক্টোবর বিএনপির ঢাকাস্থ চেয়ারপারসনের কার্যালয়ে চার প্রার্থীকে সাক্ষাতের জন্য ডাকা হয়। সাক্ষাতের পর গাজী কামরুল ইসলাম সজল ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান উভয়েই বলেন, কাউকে এখনও মনোনয়ন বা গ্রিন সিগন্যাল দেয়া হয়নি। কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর বিভ্রান্তিকর।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ১ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কিছু কুচক্রী মহল বানোয়াট ভিডিও ও এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করেছে।
উপজেলা নেতারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের যে খবর ছড়াচ্ছে তা ভিত্তিহীন, দল থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আমরা বিশ্বাস করি না।
সংক্ষেপে, বরিশাল-১ আসনে ধানের শীষের আসল প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি, এবং প্রার্থীরা দলের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন।
প্রকাশক ও সম্পাদক : মোল্লা ফারুক হাসান ।। নির্বাহী সম্পাদক: মোঃ মাসুদ সরদার।। ই-মেইল : mollafaruk166@gmail.com ।। +88 01766777166
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫