রিপোর্ট- মো: মাসুদ সরদার
বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে তাকে (সুলভ) গ্রেফতার করা হয়।
গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোমবার রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক, মারামারি ও চুরি মামলার আসামি ইউপি সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুলভকে মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে (সুলভ) কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার (সুলভ) বিরুদ্ধে থানায় বিস্ফোরক, মারামারি ও ২টি চুরি মামলাসহ সাতটি মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোল্লা ফারুক হাসান। ই-মেইল : mollafaruk166@gmail.com
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫