গৌরনদীতে আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সময়ের প্রবাহ:

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ঢাকা–বরিশাল মহাসড়কের পৌর এলাকার ১নং ওয়ার্ড নীলখোলায় অবস্থিত ‘আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুল’-এ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় স্কুলের হলরুমে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ১৮ জন শিক্ষার্থীকে বিদায়ী স্মারক হিসেবে একটি কভার ফাইল, মানপত্র, স্কেল ও কলম উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের রেক্টর বাবু প্রান্তষ কুমার দাস। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি শাজান শরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ বাবু কৃষ্ণ লাল মুখারজি।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষক আবদুল সালাম ঢালী। এছাড়া অভিভাবকবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সম্মান, শিষ্টাচার ও মূল্যবোধ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

জানা যায়, বিদায়ী শিক্ষার্থীরা ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad