
রিপোর্ট- মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আখাউড়া-কসবা সড়কের মোগড়া ব্রিজ এলাকায় তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করেন।
বিক্ষোভকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দেন। পাশাপাশি কসবা-আখাউড়া আসনের সাবেক সাংসদ ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মুক্তি দাবি জানান।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন জানান, এমন ঘটনার কোনো সংবাদ তাদের কাছে আসেনি।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান