ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন, ট্রেন চলাচলে বিঘ্ন

রিপোর্ট- মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় (আখাউড়া–চিনাইর সড়কের পাশে) এ ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে যে স্থানে আগুন দেওয়া হয়েছিল, তার কাছাকাছি স্থানেই পুনরায় এই আগুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস প্রায় ১৫ মিনিট ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আটকে থাকে। পরে রাত ১২টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম রাত সোয়া ১২টার দিকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে আগুন দেয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ দ্রুত গিয়ে আগুন নেভায়।

ওসি শফিকুল ইসলাম আরও জানান, তিনিও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad