
রিপোর্ট- মো: শাহীন হাওলাদার
মাদারীপুরের শিবচরে একটি চিনিবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে। তারা গাছের গুড়ি ফেলে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা চিনিবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান