দি গ্রীন লাইফ এর ব্যবস্থাপনা পরিচালক ইনজামুল হক শুভ,র জন্মদিন আজ

রিপোর্ট : মোঃ মাসুদ সরদার // দি গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ইনজামুল হক শুভ’র জন্মদিন আজ (৯ নভেম্বর)। ১৯৮৯ সালের এই দিনে বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার এক শিক্ষিত ও সমাজসেবী পরিবারে তার জন্ম হয়। তার পিতা মো. জাকির হোসেন ও মাতা হোসনে আরা বেগম।

ইনজামুল হক শুভ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী কার্যক্রম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। তার উদ্যোগে দেশের বিভিন্ন জেলার অসংখ্য মাদকাসক্ত যুবক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে ফিরে এসেছে সুস্থ স্বাভাবিক জীবনে।

সম্প্রতি তিনি বরিশালের রুপাতলীতে “দি গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্র” নামে একটি যৌথ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যৌথ মালিকানাধিন ওই প্রতিষ্ঠানে তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব রয়েছেন। তার নিবিড় তত্ত্বাবধান ও মানবিক প্রচেষ্টায় ইতোমধ্যে শতাধিক যুবক সেখানে চিকিৎসা গ্রহণ করে সমাজে পুনরায় স্থান করে নিয়েছে।

তার জন্মদিনে দি গ্রীন লাইফের সহ-স্বত্ত্বাধিকারী সুমন তালুকদার, কাজী আতিক রাশেদুজ্জামানসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad